bangla news

জনগণের সঙ্গে সহৃদয় আচরণ করুন, নেতাকর্মীদের ড. হাছান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-২০ ৯:২৫:৪৬ পিএম
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

চট্টগ্রাম: দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সহৃদয় আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ।  

শনিবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে দলের উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন। 

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সেই জনগণ যেনো কখনও কোনোভাবে বঞ্চিত না হয়, সেদিকে সজাগ থাকা দলের সবার দায়িত্ব। এজন্য দলের নেতা-কর্মীদের আচরণ সদয় হতে হবে, তাদের কল্যাণে আন্তরিক থাকতে হবে।

এ সময় গত জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিকভাবে কাজ করার জন্য ও বর্ধিত সভায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

সভায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা আগামী দিনের কর্মপরিকল্পনার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। 

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-04-20 21:25:46