bangla news

জাপার নতুন যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-২২ ৭:০৬:০০ পিএম
হাসিবুল ইসলাম জয়

হাসিবুল ইসলাম জয়

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) নতুন যুগ্ম-মহাসচিব হয়েছেন হাসিবুল ইসলাম জয়।

শুক্রবার (২২ মার্চ) জাপা চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক সাংগঠনিক নির্দেশে দলের যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়কে সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পদোন্নতি দিয়ে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেন।

গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অপর এক সাংগঠনিক নির্দেশে দলটির চেয়ারম্যান জাপার সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে উপজেলা নির্বাচন (২০১৯) রংপুর বিভাগের নির্বাচনী পরিচালনার সাংগঠনিক দায়িত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   জাতীয় পার্টি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-22 19:06:00