ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

টাঙ্গাইলে বিএনপির ৪ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
টাঙ্গাইলে বিএনপির ৪ নেতা বহিষ্কার

টাঙ্গাইল: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বহিষ্কৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, নাগরপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল।

তারা দু’জনে নিজ নিজ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।  

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় মির্জাপুর উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা আক্তার স্বপ্নাকেও বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।