ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

দুর্নীতির মামলায় খালাস এমপি হাবিবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
দুর্নীতির মামলায় খালাস এমপি হাবিবুর রহমান হাবিবুর রহমাম মোল্লা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন।

২০০৭ সালের ৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে  ২ কোটি ৩২ লাখ ৫৪৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে  হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত শেষে ২০০৮ সালের ২০ এপ্রিল দুদুকের উপ-পরিচালক মাহবুবুর রহমান আসামি হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় ১ কোটি ৩৮ লাখ ১ হাজার ৮০০ টাকার তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন।

২০০৮ সালের ১৪ মে হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অভিযোগপত্রের ২৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ২১ জনের সাক্ষ্য দেন আদালতে। রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি হাবিবুর রহমান মোল্লাকে খালাস দেওয়া হলো।

রায় ঘোষণার সময় আসামি হাবিবুর রহমাম মোল্লা আদালতে হাজির ছিলেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আসামি আদালতে সময়ের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২, র্মাচ ০৭, ২০১৯
এমএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।