bangla news

শপথ নিয়েই বহিষ্কার সুলতান মনসুর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-০৭ ৫:০৫:৫৪ পিএম
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ/ফাইল ফটো

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ/ফাইল ফটো

ঢাকা: দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যপদ বাতিল ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

মন্টু বলেন, গণফোরাম থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে সুলতান মনসুরকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।  

তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুর গতবছর নভেম্বর মাসের ১০ তারিখে দলের প্রাথমিক সদস্যপদ পেয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।
সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক ও মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমএইচ/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-07 17:05:54