ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩১ এজিএস-সম্পাদক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ঢাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩১ এজিএস-সম্পাদক ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ হলের সংসদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ৩১ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও সম্পাদক।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) হলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পর বিশ্লেষণ করে  এ তথ্য জানা গেছে।
 
প্রার্থীরা হলেন- অমর একুশে হলে পাঠকক্ষ সম্পাদক তারেকুল ইসলাম, মাস্টারদা’ সূর্য সেন হলের পাঠকক্ষ সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সাব্বির হাসান সৌরভ, স্যার এ এফ রহমান হলে বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সাহিত্য সম্পাদক কামাল উদ্দীন রানা, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, ইনডোর গেমস সম্পাদক মো. সোহেল রহমান, আউটডোর গেইমস সম্পাদক আনন্দ ফকির, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আব্দুল মমিন, কবি জসীম উদ্‌দীন হলে সংস্কৃতি সম্পাদক ইমাম-উল-হাসান, পাঠকক্ষ সম্পাদক নাসির উদ্দীন, সমাজসেবা সম্পাদক ইব্রাহীম হোসেন,
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. জুলফিকার হাসান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মো. মুনতাছির মমতাজ, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাছান, হাজী মুহম্মদ মুহসীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে শাহরিয়ার সনেট, ফজলুল হক মুসলিম হলে সংস্কৃতি সম্পাদক মাসুম মিয়া, শহীদুল্লাহ হলে পাঠকক্ষ সম্পাদক মো. শামসুর রহমান সুইট, বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন, বিজয় একাত্তর হলে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সুজন শেখ, বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক বনী ইয়ামিন, শামসুন্নাহার হলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আয়শা আক্তার সুমি, পাঠকক্ষ সম্পাদক বিশাখা দাস ইরা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে রিডিং রুম সম্পাদক সানজিনা ইয়াসমিন, সমাজসেবা সম্পাদক ইসরাত জাহান, বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক পাপিয়া আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া আক্তার শান্তা, কবি সুফিয়া কামাল হলে পাঠকক্ষ সম্পাদক ফারহানা শাফরিন, সংস্কৃতি সম্পাদক প্রিয়াংকা দে. সমাজসেবা ঞোয়াইনসো মারমা।


 
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।