ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

‘জবাবদিহিতা নেই বলে সরকার সবক্ষেত্রে খামখেয়ালি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
‘জবাবদিহিতা নেই বলে সরকার সবক্ষেত্রে খামখেয়ালি’ ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল-ছবি-বাংলানিউজ

ঢাকা: সরকারের কোনো একাউন্টিবিলিটি নেই। তাই সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এসে এমন অভিযোগ করেন তিনি।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে।

রোগীদের পাশে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের অবস্থা এখন সংকটাপন্ন। তবুও আমার সাধ্যমত চেষ্টা করবো।

মির্জা ফখরুল ইসলাম সরকারের প্রতি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ  সময়: ১৯৫২ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
ডিএসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।