ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধুনটে আ’লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ধুনটে আ’লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১৩

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলাল (৫৫), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু (৩৮), জাহাঙ্গীর আলম পিন্টু (৩২), ডাবলু সরকার (৩৫), আব্দুল হাকিম (৩৫), আবু তাহের (২৩), ইসমাইল হোসেন (২২), লাভলু রহমান (৪২), আব্দুল মোমিন (২৬), আবু হানিফ (২৭), আব্দুল বাকী (৩৫), আসিব হোসেন (১৯) ও লিখন মাহমুদ (১৮)।


 
আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন।
 
এদিকে, দুপুরের দিকে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন। সেখানে আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলালের মোটরসাইকেলের সঙ্গে যুবলীগ নেতা বনি আমিন মিন্টুর ধাক্কা লাগে। এর জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন নেতাকর্মী আহত হন।
 
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পাশাপাশি বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।