ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ছাত্রলীগে যারা শিবির ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
ছাত্রলীগে যারা শিবির ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: সংগঠনের মধ্যে নিজেদের গ্রুপ ভারি করতে ছাত্রলীগের মধ্যে যারা শিবিরি ও ছাত্রদলকর্মী ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অপকর্মের সঙ্গে যুক্ত ৫০ জনকে এরই মধ্যে সংগঠন থেকে বহিষ্কার করায় ছাত্রলীগকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।



জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধী ৫০ জনকে সংগঠন থেকে বহিষ্কার করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। প্রয়োজনে এদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হবে। ’

ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের তালিকা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিছু আছে অলয়েজ পার্মানেন্ট গভরমেন্ট পার্টি। অনেকেই সুবিধালাভের আশায় অন্য দল থেকে ছাত্রলীগে নাম লেখায়। আবার ছাত্রলীগের কেউ কেউ গ্রুপ করতে গিয়ে শিবির-ছাত্রদলকর্মীকে দলে নেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

প্রধানমন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে দেশ গঠনে নিজেদের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে। ’

তিনি বলেন, ‘আজকের বিরোধীদলীয় নেত্রী যখন ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিলেন আওয়ামী লীগকে ঠা-া করতে ছাত্রদলই যথেষ্ট, তখন আমি ছাত্রলীগের হাতে কাগজকলম তুলে দিয়েছিলাম। লেখাপড়ায় মনোনিবেশ করে সুশিক্ষিত করার লক্ষে। ’

ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য সামরিক একনায়করা দায়ী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মিলিটারি ডিকটেটররা এ রাজনীতি চালু করেন। জেনারেল আইউব খান, জিয়াউর রহমান, এরশাদ রাজনীতি কলুষিত করেছেন। ’

তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘১৫ আগস্টের পর জিয়াউর রহমান ৬ বছর আমাদের দু’বোনকে দেশে আসতে দেননি। আওয়ামী লীগ আমাকে দলের সভানেত্রী করায় দেশের জনগণের চাপে আসতে দিতে বাধ্য হন। ’

শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘রাজনীতি করতে হবে সেবার মনোভাব নিয়ে। প্রধানমন্ত্রিত্ব আমার কাছে ভোগের বিষয় নয়। আমি মানুষের অর্থনৈতিক মুুক্তির দায়িত্ব নিয়েছি। ’

ছাত্রলীগের সাভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯০৭, আগস্ট ৩১, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।