ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি কলোনীতে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিব খুনের ঘটনায় প্রধান আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ও রাকিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের বাংলানিউজকে জানান, স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে রাকিবকে কুপিয়ে খুন করেন সজীব।

ঘটনার পরই তিনি পালিয়ে যান। গতকাল রাতে সজীবকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি কলোনির মাঠে ব্যাডমিন্টন খেলা শেষ বাসায় ফিরছিলেন রাকিব। এসময় নিজ বাসার কাছে এলে অতর্কিত হামলার শিকার হন রাকিব। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
পিএম/এএটি

*** ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা রাকিব খুন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।