bangla news

প্রধানমন্ত্রীর চা-চক্রে যাচ্ছেন যুক্তফ্রন্টের ২১ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-২৯ ৬:৩১:০৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে ‘শুভেচ্ছা বিনিময় এবং চা-চক্রে’ যাচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ জোটের ২১ জন।

বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে তাদের এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সোমবার (২৮ জানুয়ারি) বি. চৌধুরীসহ বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদা আলাদাভাবে আমন্ত্রণপত্র আসে গণভবনের। 

জাহাঙ্গীর আলম জানান, বি. চৌধুরীর নেতৃত্বে গণভবনে যাবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.)আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টি সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী। 

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমএইচ/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-01-29 18:31:08