ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ডিএনসিসি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ডিএনসিসি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিকুল আতিকুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএননিসি) মেয়র পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছ থেকে রোববার (২৭ জানুয়ারি) দুপুরে আতিকুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান।

গত মঙ্গলবার (২২ জানুয়ারি) এ সিটি নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় ডিএনসিসি মেয়র পদের উপনির্বাচনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।