ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

মির্জাপুরে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মির্জাপুরে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

টাঙ্গাইল: পুলিশের দায়ের করা নাশকতা মামলায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে নেতাকর্মীরা টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৮ নভেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় কণা সুইটমিটের সামনে নাশকতা চেষ্টার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ।

ওই মামলায় হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানো হয়।  

এর আগে হাইকোর্ট থেকে ওই মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন নেয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৩ জানুয়ারি) ছিল জামিনের শেষ দিন।

কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতারা হলেন- মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাস লিমটন, মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম জিহাদী, উপজেলা ছাত্রলদ সভাপতি মো. ফরিদ মিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান মৃধা পাষান, ভাওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি তপন হাসান খান, আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নাল হক, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাদল, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফ হোসেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন খোকন, জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জু ছাত্রদল নেতা ধ্রুব।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।