ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের নিয়োগের অবসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের নিয়োগের অবসান

ঢাকা: নতুন সরকার গঠন হওয়ার মধ্য দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ অবসানের তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারের (১০ জানুয়ারি) স্বাক্ষর করা আদেশটি প্রকাশিত হয় শুক্রবার।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

২০১৪ সালে বিএনপির বর্জনের নির্বাচনে মহাজোট জয়ের পর সরকার গঠনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি বিগত সরকারে বিরোধী দল হিসেবে সংসদে ছিল। যদিও তাদের তিনজন সদস্য ছিলেন মন্ত্রিসভার সদস্য।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে নির্বাচনে ২৫৭ আসন পেয়ে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২২টি আসনে জয় পায়।

এবারের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এরশাদের জাতীয় পার্টিই আবারো বিরোধী দলের ভূমিকা পালন করবে। আর এরশাদ সংসদে বিরোদী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন। এবার জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায়ও কেউ নেই।

তবে এবার শেখ হাসিনা ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করলেও শরিক কোনো দল থেকেই মন্ত্রী নিয়োগ দেননি।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।