ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

নীতি-আদর্শ দিয়ে বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
নীতি-আদর্শ দিয়ে বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন

চাঁদপুর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, জনপ্রতিনিধি হতে হলে জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অস্ত্র, গোলাবারুদ ও ট্যাংক ছিলোনা। তিনি শক্তিশালী আওয়ামী মুসলিম লীগের বিরুদ্ধে তার নীতি ও আদর্শ দিয়ে বাঙালি জাতিকে তার পেছনে ঐক্যবদ্ধ করেছিলেন । আমরা সেই নেতার অনুসারী। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কচিকাচার মেলা শিশু বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিরে সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।