bangla news

ভোল পাল্টে প্রার্থীদের ভোটে থাকার নির্দেশ দিলেন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-২৭ ১০:৪৯:৩৫ পিএম
হুসেইন মুহম্মদ এরশাদ-ছবি: সংগৃহীত

হুসেইন মুহম্মদ এরশাদ-ছবি: সংগৃহীত

ঢাকা: মহাজোটের প্রার্থীদের সমর্থন দিতে জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার সেই বক্তব্য থেকে সরে এসে দলীয় প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তার আগের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে প্রচারিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ৯ টার পর তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এতথ্য গণমাধ্যমে জানান।

হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে যেনে আমি অত্যান্ত মর্মাহত। মহাজোট ব্যতিত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। তাদেরকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেন তিনি।

...এর আগে মহাজোটের বাইরে দলীয় প্রার্থীদের সরে যাওয়ার নির্দেশ আসে তার নিকট থেকে, যদিও তার সেই বক্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসএম/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-27 22:49:35