ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ফুলছড়িতে টাকা বিতরণের অভিযোগে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ফুলছড়িতে টাকা বিতরণের অভিযোগে আটক ৭ ফুলছড়িতে টাকা বিতরণের অভিযোগে আটকরা। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে জানান, আটকদের মধ্যে দুইজন গাইবান্ধা সদরের তুলসী ঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি।

আটকরা গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা)  আসনে বিএনপির প্রার্থী ফারুক আলমের ধানের শীষের পক্ষে ভোটারদের মাঝে  নগদ টাকা বিতরণের মাধ্যমে গোপনে প্রচারণা চালাচ্ছিলেন বলেও জানান পুলিশ সুপার মান্নান।

এর আগে দুপুরে উপজেলার ফজলুপুর চরে থেকে সাতজনকে আটক করা হয়।

আটকরা হলেন- রাহুল মিয়া (১৬), নাজমুল (২২), সাইফুল ইসলাম (১৮), ছকু মিয়া (৫৬), আনারুল হক (৪৫), মজিবর রহমান (৬৫) ও নুরুল ইসলাম (৬৫)। আটকদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।