ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘খালেদার মুক্তির স্বার্থে’ ভোট চাইলেন রেজা কিবরিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৯, ডিসেম্বর ২৬, ২০১৮
‘খালেদার মুক্তির স্বার্থে’ ভোট চাইলেন রেজা কিবরিয়া গণসংযোগ করছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, তাহলে পাঁচ বছরে যে উন্নয়ন করবো, আগামী ৫০ বছর আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।  

রেজা কিবরিয়া বলেন, খালেদা জিয়া হেঁটে জেল হাজতে ডুকেছিলেন।

এখন আর তিনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন।  

এসময় তিনি খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।