ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরলেন বিকল্পধারার মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, ডিসেম্বর ২৫, ২০১৮
নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরলেন বিকল্পধারার মিলন কন্ঠশিল্পী মমতাজ বেগমের হাতে কুলা তুলে দিচ্ছেন গোলাম সারোয়ার মিলন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমকে সমর্থন জানিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গেলেন  বিকল্পধারার গোলাম সারোয়ার মিলন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলার সিংগাইর উপজেলার নিজ বাসায় আনুষ্ঠানিকভাবে তিনি এ সিদ্ধান্ত জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম সারোয়ার মিলন বলেন, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গিয়ে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

 

নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য দলের সব নেতাকর্মী ও সমর্থককে আহ্বান জানান তিনি।

বিকল্পধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতীককে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কন্ঠশিল্পী মমতাজ বেগম। এ সময় তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।