ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ঐক্যফ্রন্টে প্রধানমন্ত্রী হওয়ার কেউ নেই: শাজাহান খান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ঐক্যফ্রন্টে প্রধানমন্ত্রী হওয়ার কেউ নেই: শাজাহান খান  বক্তব্য রাখছেন শাজাহান খান। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: ঐক্যফ্রন্টের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ নেই উল্লেখ করে নৌ পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাজাহান খান বলেন, যুদ্ধপরাধী ও রাজাকারদের সঙ্গে নিয়ে ড. কামাল ঐক্যফ্রন্ট করেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন মন্ত্রী।

নৌমন্ত্রী আরো বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে শুরু হবে ‘কামড়া কামড়ি’।

আর তাতে জাতি শেষ হয়ে যাবে। তাই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ভোট দিতে হবে নৌকা মার্কায়।  

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে সব ধরনের উন্নয়ন থেমে যায়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ থেকে জঙ্গিবাদ দূর হয়, সন্ত্রাস দূর হয়। দেশে তার মতো বড় আর কোনো নেতা নেই, যোগ করেন শাজাহান খান।

বাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব মিয়া, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, আমগ্রাম ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জমিরউদ্দিন খানসহ উপজেলার আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।