ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

রাজনীতি

কর্মী-সমর্থক নিয়ে আ.লীগে গাইবান্ধায় সাবেক মেয়র শামছুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
কর্মী-সমর্থক নিয়ে আ.লীগে গাইবান্ধায় সাবেক মেয়র শামছুল কর্মী-সমর্থক নিয়ে আ.লীগে। ছবি: সংগৃহীত

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শামছুল আলম শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোর্দ্দকড়িসিং গ্রামে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে সদ্য যোগদানকৃত সাবেক মেয়র শামছুল আলমসহ কর্মী-সমর্থককে বরণ করে নেন গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এবং মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি।

এসময় শামসুল আলমের সাথে যোগদান করেন মোটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন সরকার আবু, মাইক্রো ড্রাইভার ইউনিয়নের সভাপতি আবুল কালামসহ শতাধিক কর্মী-সমর্থক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম ও মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এস.এম আলমগীর, এ্যাড. আনিসুর রহমান, শ্রমিক নেতা তানজিমুল ইসলাম জামিল, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ আকন্দ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শশীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শামছুল আলম টানা দু'বার গাইবান্ধা পৌরসভার কমিশনার এবং ২০১১ সালের পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।