ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভোটে টাকা লেনদেনের সময় মির্জা আব্বাসের ২ কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ডিসেম্বর ২৪, ২০১৮
ভোটে টাকা লেনদেনের সময় মির্জা আব্বাসের ২ কর্মী আটক ব্যাগে ভর্তি টাকা-ছবি-বাংলানিউজ

ঢাকা: ভোট চাইতে গিয়ে টাকার লেনদেন করার সময় হাতেনাতে মোহিত ও শহীদ নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুইজনই ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুর এলাকার আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার আতিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বিএনপির দুই কর্মী-ছবি-বাংলানিউজতিনি জানান, আটক দুইজন মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন এবং অবৈধভাবে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এদের মধ্যে শহীদ মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের বন্ধু।

তারা জানায়, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এই টাকা এসেছে। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।