ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে শেখ হাসিনার সমাবেশে জনস্রোত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
সিলেটে শেখ হাসিনার সমাবেশে জনস্রোত মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত নির্বাচনী জনসভা যেনো জনস্রোতে পরিণত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
 
শেখ হাসিনার এ নির্বাচনী জনসভা উপলক্ষে সিলেট নগর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত হয়েছেন নেতাকর্মীরা।

 

বেলা বাড়ার সঙ্গে জনসভাস্থলেও মানুষের ঢল বাড়তে থাকে। যা দুপুরের দিকে গড়ায় জনস্রোতে।

এর আগে শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্লেনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান।  

সেখান থেকে যান হজরত শাহপরান (র.) এর মাজারে। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।  

স্থানীয় আওয়াশী লীগ সূত্রে জানা গেছে, নিজস্ব খরচে এবার সিলেটে নির্বাচনী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচরণবিধি মানতে এবার ছোট করা হয়েছে সভামঞ্চও।
 
নেতাকর্মীদের প্রত্যাশা, শেখ হাসিনার এ সফর সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগকে জয়ী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচনের আগে সিলেটবাসীর জন্য নতুন বার্তা দিয়ে যাবেন তিনি।  

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির জনকের কন্যার সিলেট সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় জনতার ঢল নেমেছে। তার এই সফরে পুরো সিলেট বিভাগে নৌকা প্রতীকের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে।
 
দলীয় সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পর বিকেলে ঢাকা ফিরে যাবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।