ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

কোম্পানীগঞ্জে আ’লীগের পথসভায় ককটেল নিক্ষেপের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
কোম্পানীগঞ্জে আ’লীগের পথসভায় ককটেল নিক্ষেপের অভিযোগ হামলার অভিযোগে প্রতিবাদ সভা করেছেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কোনো হাতহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাত রাত পৌনে ৮টার দিকে ইউনিয়নের ছোটধলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি দলটির।  

তাৎক্ষণিকভাবে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিবাদ সভা ডেকে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্যাহ অভিযোগ করে বলেন, রাতে ছোটধলী এলাকায় নোয়াখালী-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমর্থনে মিছিল করে দলের নেতাকর্মীরা।

মিছিল শেষে বাজারে পথসভা করার সময় হঠাৎ করে পথসভা লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।  

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাই এ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে শনিবার সকাল ১০টায় মুছাপুরে এক প্রতিবাদ সমাবেশ করবে ইউনিয়ন আওয়ামী লীগ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।