ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, ইশতেহারে বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, ইশতেহারে বিএনপি ছবি: বাংলানিউজ গ্রাফিকস

হোটেল লেকশোর (গুলশান) থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সংবিধানে সংশোধনী এনে একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান চালু করবে বিএনপি। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার প্রকাশ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য অানা হবে। পাশাপাশি দুই মেয়াদের বেশি একব্যক্তি যাতে প্রধানমন্ত্রী থাকতে না পারেন সে ব্যবস্থা করা হবে।  

দলীয় প্রধান খালেদা জিয়া ছাড়া এটাই বিএনপির প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। চেয়ারপারসন খালেদা জিয়া জেলে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে বিদেশে পলাতক।  

এ অবস্থায় একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে দলটি। ইশতেহারে অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই অঙ্গীকার বাস্তবায়ন করবে দলটি।  
 
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।