ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সেনবাগে জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
সেনবাগে জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন জয়নুল আবদিন ফারুক। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী-২ (সেনবাগ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। 

অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (১৬ ডিসেম্বর) সকালে সেনবাগ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

 

অন্য আহতদের মধ্যে সেনবাগ পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও পৌরসভা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপনের নাম জানা গেছে।  

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক জানান, সকালে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে ফুল দিতে যান। এসময় সেনবাগ বাজারের কাছে রাস্তায় তাদের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা এসময় উপজেলা বিএনপি অফিস ও চারটি গাড়ি ভাংচুর এবং পোস্টারে অগ্নিসংযোগ করে।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সেনবাগ বিএনপি অফিসে ভাংচুর।  ছবি-বাংলানিউজ

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।