ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা:  সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। 

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায়  বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে।  

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধি দলের।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপি অভিযোগ করে আসছে, সরকার দলীয় লোকজন তাদের প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।