ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা বক্তব্য রাখছেন নুরুজ্জামান আহমেদ। ছবি-বাংলানিউজ

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সব চক্রান্ত ভেঙ্গে অল্পদিনের মধ্যেই দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথায় নয় কাজেই প্রমাণ করেছেন। দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের কদমতলায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে।

খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে কারাগারে রয়েছেন। এটি খালেদা জিয়ার কৃতকর্মের ফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের মানুষের মঙ্গা ঘুচিয়েছেন। এখন এখানকার মানুষের ভাত-কাপড়ের কোনো অভাব নেই। শান্তিপ্রিয় মানুষের জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের প্রতীক নৌকায় ভোট চাই।  

পলাশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান নান্নু, চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফুজ্জামান খান মোর্শেদ, পলাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব, ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পলাশী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম মিন্টু, আদিতমারী উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।