ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাতক্ষীরায় ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
সাতক্ষীরায় ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারিতে ধানের শীষ প্রতীকের বিপুল সংখ্যক পোস্টারে আগুন, কয়েকটি বাড়িতে হামলা ও দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম সরোয়ার জানান, সোমবার সন্ধ্যায় তাদের কর্মী সমর্থকরা বৈকারি ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার টানাতে গেলে একদল যুবক কাথন্ডা বাজার ও নাপিতঘাটা এলাকায় ধানের শীষের পোস্টারে আগুন ধরিয়ে দেন।

একই সময় তারা নুরুল মুন্সি, সাবেক ইউপি সদস্য জালাল ও খালেক হাজরার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করেন এবং নাপিতঘাটায় একটি সারের দোকান ভাংচুর করেন।  

স্থানীয় যুবলীগ নেতা ইনজামামুল ইসলাম ইঞ্জার নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।  

তবে, ইনজামামুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কেউ এমন কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাবেক ইউপি সদস্য জালালসহ তিনজনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।