bangla news

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-১১ ১:০২:২৬ এএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ। ছবি: বাংলানিউজ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি জানান, রাত পৌনে ১১টায় এসকিউ ৪৪৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জাপার চেয়ারম্যান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও তার এপিএস মো. মঞ্জুরুল ইসলাম।

এরশাদকে বিমানবন্দরে বিদায় জানান জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আজম খান, এসএম ফয়সল চিশতী, আবদুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা আশরাফ সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, মেহজাবিন মোর্শেদ, আমির হোসেন ভূঁইয়া এমপি, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের খায়ের, কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, সরদার নজরুল, জহিরুল ইসলাম মিন্টু, আলমগীর কবির ও মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
টিএম/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   জাতীয় পার্টি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-12-11 01:02:26