ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

ধানের শীষ নিয়ে লড়বেন সাঈদীপুত্রও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
ধানের শীষ নিয়ে লড়বেন সাঈদীপুত্রও

ঢাকা: আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ নিয়ে লড়বেন  যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। 

পিরোজপুর-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শামীম সাঈদীকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে শনিবার (০৮ ডিসেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি আমরা পেয়েছি।  

এই আসনে জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নির্বাচন করতে চেয়েছিলেন। তাকে প্রাথমিকভাবে মনোনয়নের চিঠিও দিয়েছিল বিএনপি। কিন্তু শনিবার রাতে চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছে সাঈদীপুত্র শামীমকে।

বর্তমানে পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ আসন। আগে পিরোজপুর সদর ছাড়াও ইন্দুরকানি (সাবেক জিয়ানগর) ও নাজিরপুর  নিয়ে ছিলো আসনটি। ওই সময় এ আসনের দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম সাঈদীর বাবা দেলাওয়ার হোসাইন সাঈদী।  

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী একেএমএ আউয়ালের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।