ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

প্রার্থী নয়, নৌকাকে জয়ী করতে হবে: শেখ হেলাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
প্রার্থী নয়, নৌকাকে জয়ী করতে হবে: শেখ হেলাল সভায় বক্তব্য রাখছেন শেখ হেলাল উদ্দীন, ছবি: বাংলানিউজ

যশোর: আসনভিত্তিক প্রার্থী হিসেব করে নয়, আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হলে নৌকা দেখে ভোট দিতে হবে। তাছাড়া নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সেজন্য নৌকার জয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

এসময় শেখ হেলাল বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীণ এবং বৃহত্তম দল হিসেবে আমাদের অনেক নেতা মনোনয়ন চেয়েছিলেন কিন্তু প্রতিটি আসনে পেয়েছেন মাত্র একজন।

‘এ জন্য কে প্রার্থী হয়েছেন, সেটা বড় কথা নয়, আমাদের নেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। তাই নেত্রীকে আবারও প্রধানমন্ত্রী করতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল। এজন্য নৌকাকে জয়ী করতে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। ’

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ীমী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও এসএম কামাল হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।

বর্ধিত সভায় যশোর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
ইউজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।