ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ঝিনাইদহে ১৫ হাতবোমাসহ জামায়াত-শিবিরের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ঝিনাইদহে ১৫ হাতবোমাসহ জামায়াত-শিবিরের ২ কর্মী আটক আটক দু'জন। ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে ১৫টি হাতবোমা ও পাঁচটি ককটেলসহ জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার দরি গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল আলীম (৩৮) ও একই উপজেলার কালুহরপুর গ্রামের সফর আলীর ছেলে নাজমুল হোসেন (২৬)।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী বিষয়খালী এলাকায় মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান যায়। এসময় চালিয়ে বাকিরা পালিয়ে গেলেও আব্দুল আলীম ও নাজমুল হোসেনকে আটক করা হয়। আটক দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫টি হাত বোমা ও পাঁচটি ককটেল।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।