bangla news

নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নরসিংদী প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-২৮ ১১:২৯:৫৯ পিএম
মনজুর এলাহী

মনজুর এলাহী

নরসিংদী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন নরসিংদীর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী।

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে তিনি পদত্যাগপত্রটি তুলে দেন। এর আগে মনজুর এলাহী নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে মনজুর এলাহী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শিবপুর থেকে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তাই তিনি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   নরসিংদী একাদশ জাতীয় সংসদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-11-28 23:29:59