ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নৌকার পক্ষে মাঠে নেমেছেন দেড়শ সাবেক সেনা কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
নৌকার পক্ষে মাঠে নেমেছেন দেড়শ সাবেক সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তারা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন সেনা, নৌ, বিমান বাহিনীর দেড়শ'র মতো সাবেক কর্মকর্তা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  

আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সরকার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার ঘোষণা দেন তারা।

প্রধানমন্ত্রীকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের পক্ষে মাঠে নামা অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্যে সেনা বাহিনীর ১০৮ জন, নৌ বাহিনীর ২০ ও বিমান বাহিনীর ২০ জন কর্মকর্তা রয়েছেন।

সাবেক এই সেনা কর্মকর্তাদের মধ্যে তিন জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, ১৮ জন মেজর জেনারেল, ১৯ জন বিগ্রেডিয়ার জেনারেল, ৭ জন কর্নেল, ২২ জন লেফটেন্যান্ট কর্নেল, ৩৩ জন মেজর, ৪ জন ক্যাপ্টেন পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

নৌ কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ৩ জন রিয়ার অ্যাডমিরাল, ৭ জন কমডোর, ৮ জন ক্যাপ্টেন, ১ জন লে. কমান্ডার রয়েছেন।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১ জন এয়ার ভাইস মার্শাল, এয়ার কমডোর ২ জন, গ্রুপ ক্যাপ্টেন ১০ জন এবং ৭ জন উইং কমান্ডার রয়েছেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান, মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসাইন সাদেক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী মণ্ডল, মেজর জেনারেল মোহাম্মদ আলী, মেজর জেনারেল শিকদার মোহাম্মদ শাহাবুদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক, মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার, লে. জেনারেল আব্দুল ওয়াদুদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হাসিম খান, লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল মো. রফিকুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল এম এইচ সালাহউদ্দিন, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মমিনুল হক, মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, মেজর জেনারেল আব্দুল মতিন, লে. কর্নেল মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সেলিম, মেজর জেনারেল মো. আবুল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম ইকবাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল বশীর, মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম সরকার, মেজর জেনারেল মো. ইমরুল কায়েস, মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, মেজর জেনারেল মো. জাহিদুর রহমান, লে. জেনারেল সাব্বির আহমেদ, মেজর জেনারেল মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজী, মেজর জেনারেল হারুনুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ মো. মহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিউল মাওলা প্রমুখ।

সাবেক নৌ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম মোহাম্মদ আজাদ, রিয়ার অ্যাডমিরাল হারুন-উর- রশীদ, কমোডর ওবায়েদুল হক, কমোডর এম জিয়াউল আহসান, কমোডর আব্দুল মমিন মিয়া, ক্যাপ্টেন এম শাহাদাত হোসেন, রিয়ার অ্যাডমিরাল এএসএম আব্দুল আওয়াল প্রমুখ।

সাবেক বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এয়ার ভাইস মার্শাল কাজী নজরুল হক, এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন, এয়ার কমোডর মোস্তাক আহমেদ, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ খুরশীদ আলম, উইং কমান্ডার কাজী মুনিরুল ইসলাম প্রমুখ।


অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর এসব কর্মকর্তার তালিকা 

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেন, এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে যুক্ত হয়ে নির্বাচনী কর্মকাণ্ড আরও বেগবান করবে। আপনি (শেখ হাসিনা) আবার যাতে বিজয়ী হতে পারেন, সে লক্ষ্যে কাজ করবেন।

তারিক সিদ্দিক বলেন, যেমন যাচ্ছে সেভাবে যেন এগিয়ে যেতে পারে, ভবিষ্যতে যেন কোনো বাধা না আসে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমইউএম/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।