ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে নৌকার প্রার্থী হলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, নভেম্বর ২৬, ২০১৮
রংপুরে নৌকার প্রার্থী হলেন যারা ফটো: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অন্যান্য এলাকার মতো রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার থেকে রংপুর বিভাগের বেশ কয়েকটি আসনে মনোনয়ন দিয়ে প্রার্থীদের চিঠি দিয়েছে দলটি।  

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

রংপুর-৬ আসনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর টিপু মুনশি (রংপুর-৪) ও এইচএন আশিকুর রহমানকেও (রংপুর-৫) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।   

এছাড়া রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২),  খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২),  ইকবালুর রহিম (দিনাজপুর-৩),  আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪),  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫),  আসাদুজ্জামান নূর (নীলফামারী-২),  মোতাহার হোসেন (লালমনিরহাট-১),  নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২),  ডা. ইউনুস আলী সরকারকে (গাইবান্ধা-৩) চিঠি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।