ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মনোনয়ন পেলেন বদির স্ত্রী শাহীনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
মনোনয়ন পেলেন বদির স্ত্রী শাহীনা আবদুর রহমান বদি ও তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।

রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে।

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।  

নানা কারণে বিতর্কিত হওয়ায় কক্সবাজারের আবদুর রহমান বদিকে মনোনয়ন দেওয়া হয়নি।  বদির বদলে নৌকার মাঝি হতে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে। দলকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসকে/এসএম/এমইউএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।