ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

ইসি শতভাগ ক্ষমতা প্রয়োগ না করলে ইতিহাসে দায়ী থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ইসি শতভাগ ক্ষমতা প্রয়োগ না করলে ইতিহাসে দায়ী থাকবে সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবিধানে নির্বাচন কমিশনকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তা শতভাগ প্রয়োগ করলে দেশবাসীর বিশ্বস্ততা অর্জন করতে পারবে। অন্যথায় তারা ইতিহাসে দায়ী হয়ে থাকবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে বিকল্পধারার মধ্য বাড্ডার নির্বাচনী কার্যালয় ট্রপিক্যাল মোল্লা টাওয়া‌রে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকেদের এসব কথা বলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিকল্পধারার মনোনয়ন বোর্ড মঙ্গলবার ২০ জন মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে।

মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, এসএম গোলাম রেজা, এমএম শাহীন, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম, মাহবুব আলী।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।