ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নাগরিক ঐক্যের ৩৫ প্রার্থীর তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
নাগরিক ঐক্যের ৩৫ প্রার্থীর তালিকা প্রকাশ

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলের ৩৫ জনের তালিকা প্রকাশ করেছে।

শনিবার (১৭ নভেম্বর) রাতে নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ৩৫ জনের তালিকা প্রকাশ করা হয়।  এ তালিকায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।


 
জানতে চাইলে নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর-রহমান বাংলানিউজকে বলেন, আমরা আমাদের দলের যে ৩৫ জনকে আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে যোগ্য মনে করেছি তাদের তালিকা প্রকাশ করেছি। এ তালিকা নিয়েই জোটের সঙ্গে কথাবার্তা হবে।
 
যাদের তালিকা দেওয়া হয়েছে তারা হলেন- ফাতেমা ইসলাম নারায়ণগঞ্জ-১, মোবারক হোসেন বাহ্মণাড়িয়া-২, ডা. ফরিদ আহমেদ ব্রাহ্মণাড়িয়া-৩, মোড়ল আসাদুজ্জামান খুলনা -৩, আব্দুর নূর সিরাজগঞ্জ-৫, অ্যাডভোকেট নজরুল ইসলাম ময়মনসিংহ-২, শাহনাজ হক রানু পাবনা-৪, জিয়াউল হক সরকার ব্রাহ্মণবাড়িয়া-৫, ইকবাল কবির কুমিল্লা-২, নঈম জাহাঙ্গীর জামালপুর-৩, মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫, মো. সাদাকাত খান ফাক্কু ঢাকা-১৬, খায়রুল বশর মজুমদার ফেনী-১, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কুমিল্লা-৫, তফাজ্জল হোসেন কিশোরগঞ্জ-৫, আমিনুল ইসলাম বাদশা কুমিল্লা-১১, জিল্লুর আহমেদ চৌধুরী দিপু সিলেট-৬, জে এম নুরুর রহমান বরিশাল-৪, অ্যাডভোকেট ফজলুল হক সরকার চাঁদপুর-৩, আনিসুর রহমান খসরু ঢাকা-১১, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান নেত্রকোণা-২, ডা. নাজিম উদ্দিন আহমেদ গাজীপুর-২, দিদারুল আলম বাবুল বাগেরহাট-৩, মমিনুল ইসলাম লক্ষ্মীপুর-১, অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম সাতক্ষীরা-২, মিয়া শহিদ হোসাইন নোয়াখালী-১, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, মোস্তফা জাফর হায়দার রংপুর-৪, গোলাম আনোয়ার হোসেন চৌধুরী গাজীপুর-৫, মো. মেরাজুল ইসলাম স্বপন সিরাজগঞ্জ-৬, সৈয়দ হারুন অর রশীদ টাঙ্গাইল-৫, শাহ মো. রহমতউল্লাহ রংপুর-১, আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-৩, শহীদুল্লাহ কায়সার চাঁদপুর-১।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।