ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মওলানা ভাসানী গণতন্ত্রকামীদের চেতনার বাতিঘর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
মওলানা ভাসানী গণতন্ত্রকামীদের চেতনার বাতিঘর ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী হলেন গণতন্ত্রকামীদের চেতনার বাতিঘর। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আজীবন সংগ্রাম করেছেন।

শনিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা মহানগর লেবার পার্টি ও ছাত্রমিশনের উদ্যোগে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান একথা বলেন।

ডা. ইরান বলেন, চলমান গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মওলানা ভাসানী আমাদের গণতন্ত্রকামী জনগণের চেতনার বাতিঘর।

গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে চলমান আন্দোলনকে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

মহানগর আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, মোসলেম উদ্দিন, আমিনুল হক আমিন, মহানগর সদস্য সচিব এস এম সালাউদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, কেন্দ্রীয় নেতা মো. রুম্মান সিকদার, আলী আজম আজাদ, ছাত্রমিশন সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।