ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটের ট্রেনের বগিতেই থাকবে জাতীয় পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
মহাজোটের ট্রেনের বগিতেই থাকবে জাতীয় পার্টি বক্তব্য রাখছেন এ‌বিএম রুহুল অামীন হাওলাদার

পটুয়াখালী: জাতীয় পা‌র্টির মহাস‌চিব এ‌বিএম রুহুল অামীন হাওলাদার ব‌লে‌ছেন, অ‌নেকটা এ‌গি‌য়ে‌ গেছে নির্বাচনী ট্রেন, জাতীয় পা‌র্টি তিনশ’ অাস‌নের প্রস্তু‌তি নি‌লেও মহা‌জো‌টের ব‌গি‌তেই থাকার সম্ভাবনা প্রায় নি‌শ্চিত। দু‌য়েক‌দি‌নের ম‌ধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপু‌রে পটুয়াখালীর দুম‌কির বা‌হেরচ‌রে গ্রা‌মের বা‌ড়ি‌তে বাদ জুমা বাবার কবর জিয়ারত শে‌ষে কুশল বি‌নিময়কা‌লে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তিনি।  

বিএন‌পি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচ‌নের তা‌রিখ পেছা‌নোর দা‌বি প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, নির্বাচন নির্ধা‌রিত তা‌রি‌খেই  হওয়া উ‌চিত, না হ‌লে জা‌তি অাশাহত হ‌বে।

         

কোন অাস‌ন থেকে নির্বাচন কর‌বেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে অা‌রো ক‌য়েক‌দিন অ‌পেক্ষা কর‌তে হবে। বিএন‌পি নির্বাচ‌নে অাসায় তার জ‌য়ের ব্যাপারে কোনো প্রভাব পড়‌বে কিনা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, নির্বাচ‌নের মা‌ঠে কাউ‌কে দুর্বল ভাবার সু‌যোগ নেই, ত‌বে জ‌য়ের ব্যাপা‌রে আমি শতভাগ অাশাবাদী।                      

এসময় তার সঙ্গে ছি‌লেন- জেলা জাতীয় প‌র্টির সভাপ‌তি সুলতান হাওলাদারসহ অন্যান্য নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।