ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নয়াপল্টনে হামলার জন্য সিইসি ও সচিব দায়ী: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
নয়াপল্টনে হামলার জন্য সিইসি ও সচিব দায়ী: রিজভী

ঢাকা: নয়াপল্টনে হামলার জন্য নির্বাচন কমিশনার (সিইসি) এবং ইসি সচিবকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 
 

বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  

রিজভী বলেন, কমিশনের  প্রত্যক্ষ নির্দেশেই বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

এ হামলা পরিকল্পিত। ব্লেম গেমের অংশ হিসেবেই সরকারি দলের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে।  

তিনি বলেন, আজকের এ হামলার ঘটনায় বিএনপির ৫০ নেতা-কর্মী আহত এবং গুলিবিদ্ধ হয়েছে। নির্বাচন বানচালের জন্য ওবায়দুল কাদেরদের চক্রান্তেই বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশের এ হামলা।

তিনি আরও বলেন, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২৭৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এছাড়া আগে যারা ফরম নিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৩৩৭ জন মনোনয়ন প্রত্যাশী তাদের ফরম জমা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।