ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বগুড়ায় ভোটার বেড়েছে ২ লাখ ৩৬ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
বগুড়ায় ভোটার বেড়েছে ২ লাখ ৩৬ হাজার

বগুড়া: বগুড়ায় সাতটি আসনের বিপরীতে বর্তমানে ভোটার সংখ্যা ২৫ লাখ ৪৫ হাজার ৭৮৯ জন। ২০১৪ সালে হয়ে যাওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ জেলায় ভোটার সংখ্যা ছিলো ২৩ লাখ ১০ হাজার ৫৪৭ জন।

আর গেলো পাঁচ বছরের ব্যবধানে এ জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৩৬ হাজার। ভোটার সংখ্যা বাড়ার হার ৫০ দশমিক ৫৮ ভাগ।

এ দফায়ও নারী ভোটারের সংখ্যা অনেকটাই বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  
 
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গেলো জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিলো ৮৮২টি। এসব কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এবার আরো ৪৪টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে।
 
সবমিলে এ জেলায় মোট ৯২৬টি ভোটকেন্দ্রে এবার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর নতুন ভোটারের বেশির ভাগই প্রথমবারের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
এরমধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৪টি ভোটকেন্দ্র, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১৬টি, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ৩টি, বগুড়া-৬ (সদর) আসনে ১৬টি, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৪টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। তবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নতুন করে কোনো ভোটকেন্দ্র বাড়ানো হয়নি।
 
এদিকে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বগুড়ার সাতটি আসনের মধ্যে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এ আসনে ৪ লাখ ৭৫ হাজার ৫৪৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নতুন ভোটার বেড়েছে ৪৭ হাজার ৯৮২ জন।
 
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম বাংলানিউজকে জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।