ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রোববার জানা যাবে ২০ দলীয় জোটের সিদ্ধান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
রোববার জানা যাবে ২০ দলীয় জোটের সিদ্ধান্ত ২০ দলীয় জোট

ঢাকা: নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ২০ দলীয় জোট। রোববার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র বলছে, এ সংবাদ সম্মেলন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা আসতে পারে।

আর দুপুরেই জানা যাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে তারা যাচ্ছে কি-না।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রোববার দুপুর ১টায় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করে জোটের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে ঐক্যফ্রন্টের দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।