ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লাইফ সাপোর্টে অধ্যাপক মোজাফফর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
লাইফ সাপোর্টে অধ্যাপক মোজাফফর অধ্যাপক মোজাফফর আহমদ (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদকে (৯৭) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার (০৯ নভেম্বর) রাতে ন্যাপের ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এর আগে বুধবার (৭ নভেম্বর) তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মোজাফ্ফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। সিএমএইচ ভর্তি করার আগে অধ্যাপক মোজাফফর আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচ এ নেওয়া হয়। এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ইসমাইল হোসেন জানান, ওনার শারীরিক অবস্থা তেমন ভালো নয়। অবস্থার উন্নতির জন্য আরও দু’একদিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।