ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গাইবান্ধায় চার লেন সড়কের কাজ উদ্বোধন করলেন হুইপ গিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
গাইবান্ধায় চার লেন সড়কের কাজ উদ্বোধন করলেন হুইপ গিনি সড়কের নির্মাণ কাজ উদ্বোধনের সময় বক্তব্য রাখছেন এমপি মাহাবুব আরা বেগম গিনি। ছবি-বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধা শহরে চার লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় জনগণের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাস্তাঘাটসহ দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।  

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরনো বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক চার লেন করা হচ্ছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে গাইবান্ধাবাসী যানজট থেকে মুক্তি পাবে। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ কাজটি বাস্তবায়ন করবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad