ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিসিকে প্যানেল মেয়র পদে আ’লীগের ১, বিএনপির ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
সিসিকে প্যানেল মেয়র পদে আ’লীগের ১, বিএনপির ২

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্যানেল মেয়র পদে আওয়ামী লীগের একজন এবং বিএনপির দুই কাউন্সিলরকে নির্বাচিত করা হয়েছে।

কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্যানেল মেয়র-১ হিসেবে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-২ হিসেবে সংরক্ষিত-৯ এর নারী কাউন্সিলর বিএনপি নেত্রী অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।
 
বুধবার (০৭ নভেম্বর) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের পরিচালনায় সিসিকের প্রথম সভায় চতুর্থ পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়।


 
সিসিক সূত্রে জানা যায়, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ভোট পেয়েছেন ১৬টি। প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজের প্রাপ্ত ভোট ১৪টি এবং কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি ভোট পান। পরে লটারিতে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।
 
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বাংলানিউজকে বলেন, নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ভোট দেন ৩৪ জন। অন্য তিনজন সভায় উপস্থিত ছিলেন না। তারা হলেন- রেজাউল হাসান কয়েস লোদী, আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।