bangla news

নরসিংদীতে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-০৫ ৯:২৩:০১ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নরসিংদী: নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি নাজমুল হাসান চঞ্চল, জেলা মৎসজীবীর সভাপতি হাবিবুর রহমান মিলন, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি মামুন ভূইয়া ও চিনিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তাঁতীদলের সভাপতি এমএ হক মামুন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   নরসিংদী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-11-05 21:23:01