ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

মুরাদনগরে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
মুরাদনগরে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই আবু কাউছার, অপর ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির অন্যতম নেতা কাজী শাহ আরফিনসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই আবু কাউছার (৫০), নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামাল উদ্দিন সরকার (৪০), ধামঘর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম (৫২) ও সহ-সভাপতি কবির হোসেন (৩৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলা ধামঘর
ইউনিয়নের মুগসাইর শফিকুল ইসলামের বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শওকত ওসমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বাংলানিউজকে বলেন, কোন ঘটনা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে পুলিশ। এলাকা টার্গেট করে পুলিশ একের পর এক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বাংলানিউজকে বলেন, মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনসহ মোট ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।