ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

৫ নভেম্বরের পর বিএনপিকে সমাবেশের অনুরোধ পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
৫ নভেম্বরের পর বিএনপিকে সমাবেশের অনুরোধ পুলিশের বিএনপি

ঢাকা: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে আগামী ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। তবে ৫ নভেম্বরের পরে বিএনপিকে সমাবেশ  করার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি নিতে গেলে এ অনুরোধ জানান পুলিশ কমিশনার।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

 তিনি বলেন, বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনের অনুমতি দিয়েছে পুলিশ।  

এছাড়া ১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অনশন কর্মসূচির মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ থাকায় ৫ নভেম্বরের পরে সমাবেশ করতে অনুরোধ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad